আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক, ০১ ডিসেম্বর, ২০২৪: ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস- ২০২৪ উপলক্ষে আজ এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগরতলার কুঞ্জবন টাউনশিপে ত্রিপুরা মানবাধিকার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস।

প্রতিযোগিতার উদ্বোধন করে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বলেন, প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এই উপলক্ষে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য শিশু মনে মানবাধিকারের ভাবনাগুলি জাগ্রত করা। তাহলে শিশু মন থেকেই তারা এই সমস্ত অধিকারগুলি সম্পর্কে সচেতন হতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি উদিত চৌধুরী, ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস, ত্রিপুরা মানবাধিকার কমিশনের ডিএসপি লালহিম মলসম। উল্লেখ্য, দুটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ-এ-তে ৮ থেকে ১২ বছর বয়সের ৮৯ জন ও গ্রুপ-বি-তে ১২ থেকে ১৬ বছর বয়সের ৪১ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতার বিষয় ছিল বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার, প্রতিটি মানুষের জীবনের মর্যাদার অধিকার, নারীদের প্রতি গার্হস্থ্য হিংসা, সন্ত্রাস নিরপরাধ মানুষের অধিকার লঙ্ঘন করে এবং বায়ুদূষণ ও জলদূষণ সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১০ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Recent Posts

বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা, রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : পরিষদীয় মন্ত্রী