অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর, ২০২৪: বুধবার টি এস এফ পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউস এলাকায় সি এ এ -এর বিরোধিতা করে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়। ২০১৯ সালে পার্লামেন্টে সি এ এ পাশ হয়েছিল। সেই সময় টিএসএফ এবং নেসো এর বিরোধিতা করেছিল। তারপর থেকে প্রতিবছর নেসোর আহবানে ১১ ডিসেম্বর কালো দিবস হিসেবে পালন করা হয়।
বিগত বছর গুলির মতো এ বছরও সরকারের উদ্দেশ্যে হাতে কালো পতাকা নিয়ে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়। বুধবার এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএসএফ -এর টাউন কমিটির সভাপতি মনিষ দেববর্মা। তিনি এই বিষয়ে জানিয়েছেন।