আগুনে পুড়ে ছাই হলো জেসিবি সহ একটি ফক লাইন

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারী, ২০২৫: আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিবি সহ একটি ফক লাইন। তবে নাশকতার আগুন বলে সকলের ধারণা। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্যমুখ আরডি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকায় ঘটে এই ঘটনা। ঘটনা শুক্রবার মাঝরাতে রাতে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে আনলেও জেসিবি ও ফক লাইন দুটোই সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৪ শে ডিসেম্বর থেকে শ্যামলী বাজার এলাকাতে বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছিল ফক লাইন দিয়ে। শুক্রবার বিকেলে জেসিবি দিয়েও শুরু হয় মাটি কাটার কাজ।

এর মধ্যে রাতেই এই জেসিবি সহ ফক লাইন পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশ ছুটে যায়। বনদপ্তরের পক্ষ থেকে মামলা রুজু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।