তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক চার বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালাল

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারী, ২০২৫: সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালালকে আটক করে। তেলিয়ামুড়া থানার এক পুলিশ অফিসার জানান শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহ ভাজন বাংলাদেশী নাগরিক ঘুরাঘুরি করছে।

এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত ৫ জনের মধ্যে চার জন বাংলাদেশী নাগরিক। একজন ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকের বাড়ি ধর্মনগরে। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন সহ ভারত ও বাংলাদেশের টাকা উদ্ধার হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতরা হল বাংলাদেশি নাগরিক মঈন উদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ, সুমন মিয়া এবং ভারতীয় নাগরিক আমির উদ্দিন।