ভারতবর্ষের যুবকদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ, বাবাসাহেব আম্বেদকরকে সঠিক সম্মান দেয়নি সিপিআইএম এবং কংগ্রেস : রাজীব

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারী, ২০২৫: স্বস্তি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব যুব দিবসকে সামনে রেখে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সহ অন্যান্যরা। সংসদে রাজীব ভট্টাচার্যী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষের যুবকদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে যুব দিবসের আয়োজন করা হয়।

ভারতের জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা যুব আইকন রয়েছে, তাদের সম্মান জানানো। কারণ তারা সমাজের স্বার্থে কাজ করে চলেছেন। এবং বিশেষ করে তারা সমাজের জন্য যেভাবে কাজ করে চলেছে এর উৎসাহের জন্য বিশেষভাবে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গৌরব দিবস প্রসঙ্গে বলেন, ডঃ বি আর আম্বেদকরের প্রতি সঠিক সম্মান জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি গৌরব দিবসের আয়োজন করেছে।

কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম ডঃ বি আর আম্বেদকর নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মসূচি বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি। কংগ্রেস এবং সিপিআইএম কিভাবে আম্বেদকরকে সঠিক সম্মান পর্যন্ত দেয়নি সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তৎকালীন কংগ্রেস সরকার আম্বেদকরকে ভারতরত্ন থেকেও বঞ্চিত করেছিলেন বলে অভিযোগ তোলেন সাংসদ। সমালোচনা করে আরো বলেন, ডঃ বি আর আম্বেদকর সংসদে নির্বাচিত হয়ে আসুক সেটাও যায়নি ইন্দিরা গান্ধী এবং জহরলাল নেহেরু।

যতবারই তিনি নির্বাচনের লড়াই করেছেন ততবারই এই কংগ্রেসেরা তাকে অপমান করে পরাস্ত করেছেন। তাই তাদের কোন অধিকার নেই বাবা সাহেব আম্বেদকর নিয়ে কোন মিটিং মিছিল করার। তারা বারবারই দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং সংবিধানকে অপমান করেছে। ২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংবিধান প্রনেতা ডঃ বি আর আম্বেদকর প্রকৃত সম্মান পেয়েছে বলে জানান তিনি।