অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর, ২০২৪: গাঁজা সহ বহিঃরাজ্যের দুই মহিলাকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যোগেন্দ্র নগর রেল স্টেশনকে ব্যবহার করে কিছু লোক বহিঃরাজ্যে গাঁজা নিয়ে যাবে। সেই সংবাদের উপর ভিত্তি করে পূর্ব আগরতলা থানার পুলিশের একটি দল যোগেন্দ্র নগর রেল স্টেশনে ছুটে যায়।
‘যোগেন্দ্র নগর রেল স্টেশন থেকে পুলিশ দুই মহিলাকে শনাক্ত করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক দের লক্ষ টাকা হবে। ধৃত দুই মহিলা গাঁজা গুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশকিছু নাম জানা গেছে। স্থানীয় কয়েকজন এজেন্টও রয়েছে।
সহসাই তাদেরকে গ্রেপ্তার করা হবে। ধৃত দুই মহিলার বাড়ি বিহারে। জেল হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।