কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা প্রাপ্ত আসামির ঝুলন্ত দেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে এক কয়েদির ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত কয়েদির নাম দিলীপ দেববর্মা। জানা যায় সংশোধনাগারে ফাঁসিতে আত্মহত্যা করেছে দিলিপ দেববর্মা।

সংশোধনাগারে সাজা প্রাপ্ত আসামির ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক জানান বুধবার সকালে সংশোধনাগার থেকে ওনাকে ফোন করে জানানো হয় দিলিপ দেববর্মা নামে এক কয়েদি ফাঁসিতে আত্মহত্যা করেছে।

সাথে সাথে বিশালগড় থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম সংশোধনাগারে প্রেরন করা হয়েছে। পাশাপাশি তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন বলে জানান। কিন্তু সংশোধনাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কি ভাবে একজন কয়েদি ফাঁসিতে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।