অনলাইন ডেস্ক,২৮ নভেম্বর, ২০২৪: ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয় রুটিন টিকাকরণ স্ট্রেনদেনিং ও ভিপিডি সার্ভেইল্যান্স কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শীর্ষেন্দু চাকমা, ডিস্ট্রিক্ট টিকাকরন অফিসার ডঃ সন্দীপন ভট্টাচার্য, ডঃ ডি আপাও, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার, ডব্লিউ এইচ ও।
সাথে উপস্থিত ছিলেন প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্র থেকে রোটিন টিকাকরণ নোডাল অফিসাররা, এম পি এস, এম পি ডব্লিউ, এএনএম ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কর্মীবৃন্দ।
এই কর্মশালায় রোটিন টিকাকরণএর মাইক্রোপ্ল্যান, এম আর সার্ভেইল্যান্স, এএফপি কেস এবং রোটিন টিকাকরণকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।