সনাতন ধর্ম কখনো কাউকে আক্রমণ, হিংসা করতে শেখায় না, সনাতন ধর্ম প্রেম এবং ভালবাসার জন্ম দেয় : মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৮ নভেম্বর ২০২৪: লেক চৌমুহনী বাজারে হরিনাম সংকীর্তন এর শেষ দিনে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নিজ হাতে মহা প্রসাদ বিতরণ করলেন তিনি। বাজার কমিটির উদ্যোগে 58 তম গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের মহাপ্রসাদ বিতরণ হয় বৃহস্পতিবার। হাজার সংখ্যক মানুষ রাস্তার দু’ধারে মহাপ্রসাদ গ্রহণ করে এদিন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে সবকা সাত, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। একটা অংশের মানুষকে বাদ দিয়ে দেশ কিংবা রাজ্যের উন্নয়ন কখনোই সম্ভব নয়। ভারতের মাটিতে কেউ কোনদিন অন্য ধর্মের উপর আঘাত আনার চেষ্টা করেনি। কিন্তু বাংলাদেশের দেখা যাচ্ছে হিন্দু ধর্মের উপর আঘাত আনা হচ্ছে।

ইসকনের মহাপ্রভুকে সেখানে আটকে রাখা হয়েছে জামিন দেওয়া হচ্ছে না। যা হিন্দু এবং সনাতন ধর্মের উপর আঘাত ছাড়া অন্য কিছু নয়। সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। সনাতন ধর্ম কখনো কাউকে আক্রমণ করতে শেখায় না। সনাতন ধর্ম কখনো কাউকে হিংসা করতে শেখায় না। সনাতন ধর্ম প্রেম এবং ভালবাসার জন্ম দেয়।

Recent Posts

বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা, রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : পরিষদীয় মন্ত্রী