অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৪: ঊনকোটি জেলার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ ঊনকোটি জেলাভিত্তিক জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার টিকাকরণ আধিকারিক ডাঃ সন্দীপন ভট্টাচাৰ্য্য।
কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রের ১ জন মেডিক্যাল অফিসার, ১ জন নার্সিং অফিসার, এম পি এস প্রমুখরা। ঊনকোটি জেলা হাসপাতালের মনরোগ বিশেষজ্ঞ ডাঃ কিষাণ দেববর্মা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মানসিক রোগের লক্ষণ, মানসিক রগে আক্রান্ত রোগীদের সাথে কিভাবে ব্যবহার করা, মানসিক ভাবে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।