বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে গর্জে উঠলো আমরা বাঙালি

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৪: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার। আমরা বাঙালি কার্যালয়ের সামনে হয় এই বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ প্রদর্শনে আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ দত্ত পাল বলেন, বাংলাদেশে হাসিনার সরকার পতনের পর মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘু দুই কোটি মানুষের উপর নির্যাতন চলছে।

গত আট আগস্ট এর পর থেকে বিনা কারণে এবং বিনা দোষে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং মারধর ও খুনের ঘটনা সংগঠিত হয়ে চলেছে। এই অবস্থায় একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে। এর প্রতিবাদে সেখানে সনাতনী একটি সংগঠন তৈরি করা হয়েছে। এবং এর সংগঠনের তীব্র প্রতিবাদকে রুখে দিতে সেখানে তাদের উপর আবার আক্রমণ নামিয়ে এনেছে সেখানকার সরকার।

এমনকি সেখানে সনাতনী আন্দোলনের নেতৃত্বদের গ্রেপ্তার করে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। কিন্তু এই গুলি চলতে থাকলে আগামী দিন এর বিরুদ্ধে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে। এই সংখ্যালঘু নির্যাতনের শিকার হওয়া মানুষের পাশে রয়েছে ত্রিপুরাবাসী, ভারতবাসীর সহ বিশ্বের সমস্ত গণতান্ত্রিক প্রিয় মানুষ। এমনটাই জানিয়েছেন তিনি।

Recent Posts

বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা, রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : পরিষদীয় মন্ত্রী