ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে মধ্যশিক্ষা পর্ষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ধর্নায় বসে টিএসএফ

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৪: ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তালা ঝুলিয়ে দিল টিএসএফ। দীর্ঘ দিন ধরে ককবরক ভাষায় রোমান ক্রিপ্ট-এর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে টিএসএফ। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

সামনেই পরীক্ষা, ছাত্র-ছাত্রীরা চিন্তিত রোমান স্ক্রিপ্টে প্রশ্ন পত্র হবে কিনা। তাই এইদিন টিএসএফ-র পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সাথে দেখা করা হয়। কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকে কোন সদ উত্তর পাওয়া যায় নি।

তাই এইদিন টিএসএফ-এর কর্মী সমর্থকরা মধ্যশিক্ষা পর্ষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ধর্নায় বসে। টিএসএফ-এর এক নেতৃত্ব জানান ককবরক ভাষায় রোমান ক্রিপ্ট-এর বিষয়টি নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি বন্ধ করার দাবি জানান টিএসএফ নেতৃত্বরা।

Recent Posts

বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা, রাজ্যের অন্তিম জনপদ ও প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : পরিষদীয় মন্ত্রী