সাক্রম ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা সভা

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর, ২০২৪: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা হাসপাতালের উদ্যোগেসাক্রম ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত ৭ ডিসেম্বর বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে সাক্রম মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃসৌমিক হাজরা বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা, কিশোরীদের কম বয়সে গর্ভাবস্থার কুফল এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করেন।

উক্ত শিবিরে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য, কম বয়সের কিশোর-কিশোরীদের বিবাহের কুফল এবং কিশোরীদের কম বয়সে গর্ভাবস্থার কুফলগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাদক দ্রব্য গ্রহণের ফলে যেসব শারীরিক সমস্যা দেখা দেয় তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের মধ্যে আলোচ্য বিষয়গুলির উপর এক কুইজ প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।