ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি’র নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের প্রকৃত সময় হচ্ছে ছাত্রজীবন ঃ মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর, ২০২৪: শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার শিক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের প্রকৃত সময় হচ্ছে ছাত্রজীবন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও অপরিসীম। আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি’র নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এ উপলক্ষ্যে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানটি পূর্বে পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল। কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় পর্যায়ক্রমে টিআইটি’র অডিটোরিয়াম ও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে অডিটোরিয়াম বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পারফরম্যান্স করার ক্ষেত্রে একটি সহায়ক মঞ্চ হিসেবে কাজ করে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় সময় বলেন, যাদের কাছে জ্ঞান থাকবে পুরো পৃথিবী তাদের হাতের মুঠোয় থাকবে। দেশের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। তাদের মতামতকে অগ্রাধিকার দেবার চেষ্টা করেন। দেশকে উন্নয়নের দিশায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়ার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের ১৯টি আইটিআই’র আধুনিকীকরণ ও আপগ্রেডশনের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই টাটা টেকনোলজিস লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির ফলে রাজ্যে বিনিয়োগের পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষনের মাধ্যমে আইটিআই থেকে পাশ করা শিক্ষার্থীদের কর্মসংস্থানও আগামীদিনে বৃদ্ধি পাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে শান্তির পরিবেশ আছে বলেই বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির (টিআইটি)-এর শ্রীবৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি)’র সম্পর্কে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিকাঠামো জাতীয় স্তরের পরিকাঠানো সমতুল্য। প্রতিষ্ঠানের ড্রোন টেকনোলজি সেন্টারটিকে আরও উন্নত করার উপরও তিনি গুরুত্ব-আরোপ করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা।

স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ ইনস্টিটিউটের ‘মনন’ নামক প্রচার পুস্তিকার আবরণ উন্মোচন করেন। এছাড়াও অনুষ্ঠানে এআইসিটিই আইডিয়া ল্যাবে টিআইটি’র শিক্ষার্থীদের তৈরী স্মারক মুখ্যমন্ত্রী সহ অতিথিদের হাতে তুলে দেওয়া হয়৷