আগামী ২৬ শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস এবং সংবিধান দিবস উপলক্ষে বিজেপি -র একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক, ০৭ জানুয়ারী, ২০২৪: আগামী ২৬ শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস এবং সংবিধান দিবস। এবং সংবিধান রচনার ৭৫ বছর হবে। প্রতিবছর এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এবছরও দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

তিনি বলেন, বাবা সাহেব আম্বেদকর রাষ্ট্র নির্মাণের জন্য সংবিধান রচনা করে গেছেন। ১১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনব্যাপী সারা রাজ্যে প্রত্যেক বুথে, মন্ডলে এবং জেলাস্তরে করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির ইনচার্জ হয়েছেন মন্ত্রী নিজে। তিনি জানান আগামী ১৭ জানুয়ারি গৌরব দিবস হিসেবে পালন করা হবে। তারপর ২৫ জানুয়ারি প্রত্যেক মন্ডলে গৌরব দিবস পালন করা হবে।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন মন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, দেশে কিছু রাজনৈতিক দল সংবিধান নিয়ে অপব্যাখ্যা করছে। তারা বাবা সাহেব আম্বেদকরের প্রতি সঠিকভাবে সম্মান পর্যন্ত দেখায়নি। সংবিধান রচনার ৭৫ বছর উপলক্ষে ডঃ বি আর আম্বেদকরের প্রতি ভারতীয় জনতা পার্টি এবং সরকার সঠিক সম্মান জানাতে চায় বলে জানান তিনি।