অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: ড্রজার নিয়ে মাঝ রাস্তায় আটকে পড়ল লরি। ঘটনা যতনবাড়ি গর্জন টিলা এলাকায়। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল এক প্রকার স্তব্দ হয়ে পড়ে।
ফলে দমকল কর্মীরা রোগী নতুনবাজার হাসপাতালে নিয়ে যাওয়া পথে আটকে পড়ে। তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা গাড়ি চালক পুনরায় যতনবাড়ি শান্তি কোলানী হয়ে নতুনবাজার হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তী সময় গাড়িটি স্বাভাবিক জায়গায় নিতে সক্ষম হয়। কিন্তু দীর্ঘক্ষণ রাস্তা আটকে থাকা তীব্র যানজট সৃষ্টি হয়েছে এদিন।