অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারী, ২০২৫: পুঁথিবা লাইহারাওবা উৎসব উপলক্ষ্যে গত ৫ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত পুঁথিবা লাইহারাওবা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক কর্মশালা। ১০ দিনের এই সাংস্কৃতিক কর্মশালা গতকাল সমাপ্ত হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ, কর্পোরেটর সান্ত্বনা সাহা এবং পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা মনোজ দেববর্মা।
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পুঁথিবা কালচারেল সোসাইটির সভাপতি এন নিরঞ্জন দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক কুমার সিনহা।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অতিথিগণ অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন।