দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে রবি কৃষি বিজ্ঞান মেলা, কৃষকদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই শুরু হয়েছে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: কৃষিকে সমৃদ্ধ করা ও কৃষকদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই শুরু হয়েছে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ৷ কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপনের লক্ষ্য হল কৃষকদের অত্যাধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে অবহিত করে তোলা। আজ খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন উপলক্ষে রবি কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের আধুনিক চাষাবাদে অভ্যস্ত করে তুলতে কৃষি বিজ্ঞানীরা সবসময় কৃষকদের পাশে রয়েছেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। উন্নত প্রযুক্তি ও বীজ ব্যবহার করে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আমাদের কৃষকরা উৎপাদন বাড়িয়ে তুলতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, কৃষি বিজ্ঞান কেন্দ্র শুধু কৃষিই নয় প্রাণীপালন, মৎস্যচাষ এবং বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে কৃষকদের সহযোগিতা করছে। কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সহায়কমূল্যে ধান ক্রয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, মাটির স্বাস্থ্য পরীক্ষা, কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ প্রকল্পগুলি থেকে কৃষকরা লাভবান হচ্ছেন। খোয়াই জেলায় ২৪,২১৬ জন কৃষক পিএম কিষাণ যোজনায় ১৮ কিস্তিতে ৭৩ কোটি ৪৮ লক্ষ টাকা পেয়েছেন।

ধানের বীজ উৎপাদনেও ত্রিপুরা এগিয়ে আছে৷ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী খাদ্যসামগ্রী উৎপাদনে স্বনির্ভর হতে বিজ্ঞানভিত্তিক চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষিমন্ত্রী বলেন, গ্রাম হলো সরকারের শক্তি। গরীব, যুবক, মহিলা, কৃষকদের সমানভাবে উন্নয়ন হলে রাজ্য পিছিয়ে থাকবেনা। সুপারী উৎপাদনে রাজ্য দ্বিতীয়, ফুলকপি চাষে চতুর্থ, মটর চাষে রাজ্য চতুর্থ, সীম উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। বিজ্ঞানভিত্তিক আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে ও সয়ম্ভর হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত) বলেন, রাজ্য সরকার বিজ্ঞানসম্মত চাষাবাদের উপর গুরুত্ব দিয়েছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, উৎপাদন বাড়াতে হলে কৃষকদের আধুনিক চাষাবাদের উপর গুরুত্ব দিতে হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ফার্মার ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, জেলাশাসক চান্দনী চন্দ্ৰন সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ড. মনোজ সিং সাঁচান।

অনুষ্ঠান উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্বসহায়ক দলের ৬টি স্টল খোলা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য অতিতিগণ স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী সহ অন্যান্য অতিতিগণ ১০ জন সুবিধাভোগীর হাতে বিভিন্ন সব্জীবীজের প্যাকেট, ৪ জনকে মৌপালন সামগ্রী, ৬ জনকে ৫টি করে মোরগের ছানা, ১ জনকে সোলার ড্রায়ার, ১০ জনকে স্প্রে মেশিন সহ বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেন৷ কৃষি বিষয়ক ২টি প্রকাশনার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য অতিতিগণ।