অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: বিজয় দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে অ্যালবার্ট এক্কা পার্কের ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ করে রাজ্যপাল সাংবাদিকদের জানান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেসকল বীর সৈনিক তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই যুদ্ধ জয় আমাদের দেশের এক ঐতিহাসিক অধ্যায়। ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে আজকের দিনেই জয়লাভ করে। অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্য অতিথিগণ।