অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: প্রকাশ্য দিনের বেলায় ঊনকোটি জেলা সদর কৈলাসহর শহরের নেতাজী কর্নারের পাশের দোকান থেকে টাকা ভর্তি ব্যাগ চুরি। গোটা নেতাজী কর্নারে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি সি.সি টিভি লাগানো থাকা স্বত্বেও এভাবে দিনের বেলায় দোকান থেকে টাকার ব্যাগ চুরি হয়ে যাওয়ায় শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অথচ নেতাজী কর্নার এলাকায় চব্বিশ ঘণ্টাই পুলিশের টহল দেখা যায়। শহরের নেতাজী কর্নার থেকে কৈলাসহর থানার দূরত্ব পাঁচশ মিটারের বেশী হবে না।
উল্লেখ্য, কৈলাসহর শহরের নেতাজী কর্নার এলাকায় শ্যামল বিশ্বাস নামে এক যুবক গত পনের বছর ধরে নিয়মিত ভাবে ফলের ব্যবসা করছেন। নেতাজী কর্নার এলাকায় শ্যামল বিশ্বাসের একটি ভাড়া দোকান ঘর থাকলেও তিনি ভাড়া ঘরের সামনে ফুটপাতে বসে প্রতিদিন ফলের ব্যবসা করেন। ভাড়া দোকান থেকে শ্যামল বিশ্বাস ফুটপাতের যে জায়গায় ব্যবসা করেন তার দূরত্ব চার থেকে পাঁচ মিটার হবে। ভাড়া দোকান ঘরটিকে গোডাউন হিসেবেই ব্যবহার করে আসছেন অনেক বছর ধরে।
সোমবার দুপুর বেলায় কয়েকজন ক্রেতা দোকানের সামনে দাঁড়ানো ছিল। সেইসময় শ্যামল বিশ্বাস গোডাউনে থেকে কিছু কমলা এনে দোকানে এসে হতভম্ব হয়ে যান। তিনি দেখেন, দোকানে যে ব্যাগে টাকা রাখেন সেই টাকা সহ ব্যাগটি নেই। পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই ঘটনাটি ঘটে যায় এবং ব্যাগে প্রায় নয় হাজার টাকা ছিল বলে জানায় শ্যামল বিশ্বাস। এভাবে শহরের মধ্যে দিনের বেলায় চুরি হয়ে যাবে এটা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান।
গোটা শহরের পাশাপাশি নেতাজী কর্নার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি সি.সি. টিভি ক্যামেরা লাগানো রয়েছে। এই সি.সি.টিভির ক্যামেরার উপর ভরসা করে শ্যামল বিশ্বাস কৈলাসহর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, সি.সি. টিভি ক্যামেরা কৈলাসহর থানার অধীনে নেই। তাই পুলিশের পক্ষ থেকে সি.সি. টিভির ক্যামেরার ব্যাপারে কিছু বলা যাবে না। পুলিশের এই কথা শোনে হতাশ হয়ে পড়েন শ্যামল বিশ্বাস।