অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর, ২০২৪: রাজভবনে আজ সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) কলকাতাস্থিত ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ের এডিজি রবি গান্ধী ও বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা৷
সাক্ষাতের সময় বিএসএফ’র এডিজি ত্রিপুরায় সীমান্তের বর্তমান পরিস্থিতি এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।