দ্রুত গতিতে আসা মালবাহী গাড়ির ধাক্কায় প্রান হারালো এক বাইক চালক

অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর, ২০২৪: বাড়ি থেকে বেরিয়ে ইট ভাট্টাতে যাওয়ার সময় দূর্ঘটনায় প্রান হারালো এক বাইক চালক। নাম গোপাল দেবনাথ। বাড়ি বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। এই গোপাল দেবনাথ চিত্তামারা এলাকার একটি ইটভাটাতে ম্যানেজার হিসেবে কাজ করতো।

জানা যায়, TR 01 AC 1750 নম্বরের পন্যবাহী গাড়ি দ্রুত গতিতে এসে TR0 8G 4913 নম্বরের একটি বাইককে সজোড়ে ধাক্কা দেয়। এতে বাইক চালক ছিটকে পড়ে মালবাহী গাড়ির চাকার নিচে ষ্পৃষ্ট হয়। উপস্থিত লোকজনেরা এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় বিলোনিয়া দমকল কর্মী ও বিলোনিয়া থানার পুলিশকে।

খবর পেয়ে দূর্ঘটনাস্থলে ছুটে এসে নিহত গোপাল দেবনাথকে নিয়ে আসে হাসপাতালে। বর্তমান বিলোনিয়া হাসপাতালে মর্গে রয়েছে গোপালের মরদেহ। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। এলাকার লোকজন ও বাড়ির লোকজনের সাথে দূর্ঘটনার বিষয় নিয়ে জানার পর দূর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘাতক মালবাহী গাড়ি সহ গাড়ি চালককে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘটনা ছড়িয়ে পড়তেঈ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।