অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর, ২০২৪: সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এক ব্যক্তির সাথে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। উদয়পুরের আরকে পুর থানার পুলিশ গ্রেপ্তার করে দয়াল হরি দেবনাথ নামে অভিযুক্ত ব্যক্তিকে।
গোমতী জেলার অতিরিক্ত পুলিস সুপার সৌভিক দে জানান উৎপল চক্রবর্তী নামে এক ব্যক্তি মঙ্গলবার আরকে পুর থানায় মামলা দায়ের করেন দয়াল হরি দেবনাথ নামে এক জনের ফেসবুক একাউন্ট থেকে ওনার নামে আপত্তিকর মন্তব্য পোস্ট করে ওনাকে নগদ অর্থ প্রদান করার জন্য প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছে।
ফলে বাধ্য হয়ে তিনি ৫০ হাজার টাকা দিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর আরকে পুর থানায় একটি মামলা নথিভুক্ত করে পুলিশ ঘটনার তদন্তে নামে।
যথারীতি পুলিশ ঘটনার তদন্তক্রমে আগরতলার নন্দননগর এলাকা থেকে দয়াল হরি দেবনাথকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ধৃত দয়াল হরি দেবনাথকে আদালতে সোপর্দ করে পুলিশ।