অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: বৃহস্পতিবার ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের কাকোরি ষড়যন্ত্র মামলায় শহীদদের প্রতি ডি ওয়াই এফ আই -এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন ছাত্র যুবক ভবনে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।
তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারপর তিনি জানান যুবকদের কাজের দাবিতে বর্তমানে যে লড়াই চলছে তা আগামী দিনও অব্যাহত থাকবে।