যাত্রীবাহী ম্যাক্স দিয়ে গাঁজা পাচার, আটক গাড়ি চালক ও সহ চালক

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: ভুয়া নম্বর প্লেট ঝুলিয়ে যাত্রীবাহী ম্যাক্স দিয়ে ১৮৯ কেজি শুকনো গাঁজা পাচার করার সময় আটক গাড়ি চালক ও সহ চালক। আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে গাড়িটি আটক করেছে পুলিশ। ধৃত দুজনের নাম সমীর রবিদাস এবং জয়দীপ চৌধুরী। এ বিষয়ে আমবাসা থানার ওসি জানান, পুলিশের কাছে অগ্রিম খবর ছিল আগরতলা থেকে গাঁজা পাচার করার চেষ্টা করতে পারে পাচারকারীরা। সে খবর পেয়ে উৎপেতে বসে থাকে পুলিশ।

ধোলাই জেলার নম্বর প্লেট ঝুলিয়ে এই ম্যাক্স গাড়িটি আসার পর পুলিশ গাড়িতে তল্লাশি শুরু করে। প্রথমে গাড়ির চালক বিষয়টি অস্বীকার করলেও পরবর্তী সময় পুলিশের জোর জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয় গাড়িটি আসামের। তারপর গাড়িতে গাঁজা রয়েছে বলে স্বীকার করে সে। গাঁজাগুলি গাড়ির ছাদে লুকানো রয়েছে বলে জানায়।

গাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় পঁচিশ লক্ষাধিক টাকার এই শুকনো গাঁজা। পুলিশ দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয়। পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এই ঘটনার সাথে জড়িত রয়েছে আরও অনেকে। গাড়ির নম্বর এ এস ০১ বি ডি ২৩০৯।