অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারী, ২০২৫: রাজ্যে রক্ত সংকট এক অন্যতম কারণ। এই সংকট নিরসনের জন্য এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংস্থা। শনিবার বিশ্ব যুব দিবস উপলক্ষে আগরতলার দুর্গা চৌমহনী স্থিত সূর্য তুরাণ ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান মেয়র দীপক মজুমদার। বক্তব্য রেখে তিনি বলেন রক্তদান মহৎ দান। এই দানের চাইতে বড় দান হতে পারে না। রাজ্যে সরকারি ১২ ব্লাড ব্যাংক এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাংক রয়েছে।
রক্তের স্বল্পতা কমানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জনগণের জন্য আছে আবেদন করেছিলেন রক্তদানের জন্য এগিয়ে আসার। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সামাজিক প্রতিষ্ঠানগুলো রক্তদানে এগিয়ে আসছে বলে বক্তব্য তুলে ধরেন তিনি। শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।