নিয়ন্ত্রন হারিয়ে টমটম উল্টে আহত হল ৮

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারী, ২০২৫: ধর্মনগর মহকুমার বটরসী এলাকায় টমটম উল্টে আহত হল ৮ ছাত্র। দমকল বাহিনীর কর্মীরা আহত ছাত্রদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান মাদ্রাসার কিছু পড়ুয়া টমটমে করে কোথাও যাচ্ছিল।

বটরসি এলাকায় যাওয়ার পর টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। স্থানীয়রা ফোন করে তাদেরকে দুর্ঘটনার বিষয়ে জানায়।

তারপর ওনারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতরা হল নাসির উদ্দিন, আলম উদ্দিন, আসাদুল রহমান, সেনাদ উদ্দিন, সইবার রহমান, মাজান আলী, রাহুল উদ্দিন ও জুহাজিত উদ্দিন।