অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর, ২০২৪: রাজ্যের অর্থনৈতিক বিকাশে চা শিল্পের উন্নয়ন ও প্রসারে সরকার অগ্রাধিকার দিয়েছে। একটা সময় রাজ্যে সম্ভাবনাময় চা শিল্প রুগ্ন দশায় চলে গিয়েছিল। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে রাজ্যে চা শিল্পে এক নতুন দিশা দেখা দিয়েছে।
আজ হোটেল পোলো টাওয়ারে প্রস্তাবিত টি ই-অকশন সেন্টার নিয়ে স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন। উল্লেখ্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় অনুষ্ঠানে রাজ্য ও বহির্রাজ্যের চা বাগানের প্রতিনিধি, টি অকশনার ও বিডারগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে রাজ্য ও বহির্রাজ্যের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চা শিল্পের বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারমধ্যে অন্যতম হচ্ছে আগরতলা টি ই-অকশন সেন্টার।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি বলেন, রাজ্যে ছোট বড় মিলিয়ে ৫৪টি চা বাগান রয়েছে। রাজ্যে চা শিল্পের বিকাশে আগামীদিনে যেকোন ধরণের উদ্ভাবনী পদক্ষেপকে সরকার সহায়তা করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীররঞ্জন ঘোষ। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস উপস্থিত ছিলেন।