অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর, ২০২৪: রাজ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রয়াস নিয়েছে। সরকারের লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা। এই লক্ষ্যে বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ ইন্দ্রনগরস্থিত দক্ষতা উন্নয়ন অধিকর্তার কার্যালয় প্রাঙ্গণে কৌশল ভ্যানের সূচনা ও মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের লোগোর আবরণ উন্মোচন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন৷
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, রাজ্যে ২০২৩- ২৪ অর্থবছরে ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের সূচনা হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ৫০ কোটি টাকা। এই প্রকল্পে কর্মসংস্থানের লক্ষ্যে বিউটিপার্লার, মোটর ড্রাইভিং, ড্রোন প্রযুক্তি, মোমবাতি, আগরবাতি, আচার তৈরি, মাশরুম চাষ, হস্তশিল্প, কারুশিল্পে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা আরও বলেন, রাজ্যের যুবক যুবতীগণ দক্ষতা অর্জন করে যাতে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, যুব শক্তি হচ্ছে দেশের কান্ডারি। যুবাদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তুলতে পারলে কর্মসংস্থানের দ্বার খুলে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের উত্তর জোনের জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ ও রাজ্যের প্রখ্যাত ক্রিকেটার মণিশংকর মুড়াসিং। স্বাগত বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা মহম্মদ সাজ্জাদ পি। অনুষ্ঠানে জার্নি অব এমপাওয়ারমেন্ট বিষয়ে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্প ও বাণিজ্য মন্ত্রী পতাকা নেড়ে ‘কৌশল ত্রিপুরা, কুশল ত্রিপুরা শীর্ষক ২টি প্রচার ভ্যানগাড়ির সূচনা করেন। এই ২টি ভ্যান রাজ্যের ৮ জেলায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির প্রচার করবে। ধন্যবাদ জ্ঞাপন করেন দক্ষতা উন্নয়ন দপ্তরের উপঅধিকর্তা দেবাশিস বর্মণ।