শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োত

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটিতে। ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মায়োতে দ্বীপটি, কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়োতে ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস।

উদ্ধারকর্মীরা জীবিত মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। ভারত মহাসাগরে ফ্রান্স–নিয়ন্ত্রিত মায়োত দ্বীপপুঞ্জ এলাকায় তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। খবর বিবিসি ও রয়টার্স। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, 90 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঘূর্ণিঝড় চিডো ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে আঘাত হানে। এতে সবকিছু তছনছ হয়ে যায়।

অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী দরিদ্র মানুষেরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এলাকায় খাদ্য, জল এবং আশ্রয়ের তীব্র ঘাটতি রয়েছে। এই দ্বীপপুঞ্জে দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় এক কর্মকর্তারা বলেন, ‘প্রলয়ংকরী এই ঘূর্ণিঝড়ে কয়েকশ মানুষের প্রাণহানি হতে পারে, মৃত্যের সংখ্যা হয়তো কয়েক’শ থেকে কয়েক হাজারেও পৌঁছাতে পারে।

তবে ঘূর্ণিঝড় চিডোরে মৃতের সংখ্যা নিয়ে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সব হতাহতের হিসাব করা কঠিন, এই মুহূর্তে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি। মায়োত্তের দরিদ্র জনগোষ্ঠী এবং অনিবন্ধিত অভিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অস্থায়ী ঘরবাড়ি ঘূর্ণিঝড়ের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফরাসি অর্থ সহায়তার ওপর নির্ভরশীল এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে লড়াই করছে। মায়োত্তের প্রায় মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন এবং বেকারত্বের হার এক-তৃতীয়াংশের কাছাকাছি।