আমলিঘাট আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জন আরোগ্য সমিতির বিশেষ সভা

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত সাব্রুম মহকুমার শ্রীনগর কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি)-এর অন্তর্গত আমলিঘাট আয়ুষ্মান আরোগ্য মন্দিরের (এএএম)- এ আজ, ১১ ডিসেম্বর ২০২৪, ভিলেজ হেলথ স্যানিটেশন এন্ড নিউট্রেশন কমিটির (VHSNC) এবং জন আরোগ্য সমিতি (JAS)-এর এক সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় স্বাস্থ্য কেন্দ্রের তহবিল ব্যবস্থাপনা,স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, মা ও শিশুদের নিয়মিত টিকাকরণ করানো এবং স্বাস্থ্যকেন্দ্রের সামগ্রিক উন্নতির জন্য বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়। স্থানীয় জনগণ এবং নির্বাচিত পঞ্চায়েত-এর সদস্য সদস্যাদের উপস্থিতিতে সৌহার্দপূর্ণ আলোচনার মাধ্যমে উক্ত সভায় আমলিঘাট আয়ুষ্মান আরোগ্য মন্দিরের (এএএম)-এর উন্নতিতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান পঞ্চায়েত প্রধান শ্রীমতি প্রিয়াঙ্কা পাতারী দেবনাথ।

এই সভায় উপস্থিত ছিলেন আমলিঘাট আয়ুষ্মান আরোগ্য মন্দিরের (এএএম)-এর কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) সেমালা ত্রিপুরা, মাল্টি পারপাস ওয়ার্কার(এমপিডব্লিউ) বিমল নট্ট এবং অ্যাকাউন্ট্যান্ট রাজেশ ত্রিপুরা সহ অঙ্গনওয়াড়িকর্মী স্বপ্না দাস, শিখা দাস নাগ আশাকর্মী তুলানী দেবী দে, সোমা মল্ল দাস, পর্বা লক্ষ্মী ত্রিপুরা প্রমুখ। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।