অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম বয়স্ক নাগরিকদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদানসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে দক্ষিণ জেলার কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্র নগর উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার অজন্তা রিয়াং আশাকর্মী পবিরোং রিয়াংকে সঙ্গে নিয়ে গত ১০ ডিসেম্বর, ২০২৪ এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরবর্তী এলাকায় লঙ্কা জয় পাড়ায় যান।
সেখানে সাওয়ারতী রিয়াং, বয়স ৮০ বছর ও পবোইংটি রিয়াং, বয়স ৮৯ বছর নামে এই দুইজন বৃদ্ধার বাড়িতে গিয়ে তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করেন। তাদের রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা হয়। কিন্তু দুইজনেরই রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক ছিল পাশাপাশি তাদেরকে এই ঝুঁকিপূর্ণ বয়সে সুস্বাস্থ্য রাখার জন্য নেশামুক্ত থাকার পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও এদিন উশামরাই পাড়ায় কাজলী রিয়াং নামে এক প্রসূতি মায়ের বাড়িতে গিয়ে তারা মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন। তারা প্রসূতি মাকে পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং অন্যান্য প্রাসঙ্গিক স্বাস্থ্য বিষয়ের উপর কাউন্সেলিং প্রদান করেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।