অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বরে, ২০২৪ । বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে খাদ্যশস্য ও বাগিচা ফসলের উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আত্মনির্ভর করে তোলা। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।
এজন্য সময় মতো মরসুমী বীজ, সার, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান সহ কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্রে ঊনকোটি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন ও কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের উন্নয়নে কৃষকদের আয় দ্বিগুণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই কাজ করছে রাজ্য সরকার। ঊনকোটি জেলা সফরে এসে কৃষিমন্ত্রী এদিন জেলার কাঞ্চনবাড়িতে ২২৮.৪৭ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল এগ্রি মার্কেট স্টল ও শ্রীপুরে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে এগ্রি মার্কেট স্টলেরও উদ্বোধন করেন। এই দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, কৃষিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করতে সরকার কৃষি জমির মাটি পরীক্ষা ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদের উপর গুরুত্ব দিয়েছে। তিনি কৃষকদের বিজ্ঞানভিত্তিক চাষাবাদে উৎসাহিত করার উপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের ৬ বছরের সময়ে রাজ্যে আনুপাতিক হারে কৃষিপণ্যের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে।
অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার অনেক সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে সরকারের অনেক প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হওয়া সম্ভব। রাজ্যে মৎস্য ও প্রাণীজ খাদ্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধিতেও সরকার গুরুত্ব দিয়েছে।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যান দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। স্বাগত বক্তব্য রাখেন উনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিভাগের আধিকারিক ড. রতন দাস। উপস্থিত ছিলেন এমডিসি বীরেন্দ্র দেববর্মা, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী বিশ্বজিৎ দাস, ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, সমাজসেবী পবিত্র দেবনাথ, সমাজসেবী নীলকান্ত সিনহা প্রমুখ।
অনুষ্ঠানে ৬২০ জন কৃষককে ৫০ কেজি করে আলু বীজ, ৭০০ জন কৃষককে সব্জি বীজের প্যাকেট, ৭০০ জন কৃষককে কমলা লেবুর চারা ও ৬২ জন কৃষককে হ্যান্ড স্পেয়ার মেশিন দেওয়া হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন উপলক্ষে কৃষিজাত পণ্যের প্রদর্শ স্টল খোলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ এই স্টলগুলি পরিদর্শন করেন।