বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ আটক লরি ও চালক

অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর, ২০২৪: আমবাসা থানার অধিন নাকা চেকিং পয়েন্টে আটক বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। বুধবার আমবাসা থানার পুলিশ এবং বিএসএফ এর সহযোগিতায় বার্মিজ সিগারেট আটক করা হয়।

২৭০ বান্ডেল সিগারেট আটক করতে সক্ষম হয় পুলিশ। AS- 01JC-0385 নাম্বারের একটি ছয় চাকার কন্টেইনার গাড়িতে করে অবৈধ বিদেশী সিগারেটের বান্ডেল গুলি পাচার করা হচ্ছিল। এক কাস্টম অফিসার জানান কাস্টমকে ফাঁকি দিয়ে ধর্মনগর থেকে গন্ডাছড়া হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে এই বিদেশী সিগারেট গুলি নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে ওনারা আমবাসা থানা ও বিএসএফ-এর সহযোগিতায় আমবাসা নাকা চেকিং পয়েন্টে গাড়িটিকে আটক করেন। এবং গাড়িতে তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হন। আটক করা হয়েছে গাড়ির চালককেও।