অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাঁঠালিয়া-বেজিমারা সড়ক দিয়ে TR-07C-0748 নাম্বারের একটি ইকো গাড়িতে করে নেশা সামগ্রী পাচার হতে পারে।
সেই সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া-বেজিমারা সড়কে ওত পেতে বসে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ গাড়িটিকে দেখতে পেয়ে দাড় করানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়িটিকে ঘুরিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করে। গাড়িটিতে তল্লাসি চালানোর পর ৬ টি কার্টুনে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
আটক করা হয়েছে গাড়ি চালক সোলেমান মিয়াকে। তার বাড়ি বেজিমারা এলাকায়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা। সোনামুড়া থানায় এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান সোনামুড়া থানার ওসি।