জল খাওয়ানোর কথা বলে মোবাইল ফোন হাতিয়ে নিয়ে গেল চোর

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: অপরিচিত ব্যক্তিকে জল পান করতে দিয়ে যেন বিপদ ডেকে আনলেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার বিশালগড় নিচের বাজারে এক বাইক সার্ভিস সেন্টারে আসে এক অপরিচিত ব্যক্তি। সার্ভিস সেন্টারের কর্মচারীর কাছে জল চায়। সেই সুযোগে দোকানের এক কর্মচারীর মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় সে।

পরে বাইক মেকানিক বিশালগড় থানায় একটি চুরির মামলা দায়ের করেন। বিশালগড় থানায় অভিযোগ দায়ের। এ বিষয়ে বাইক সার্ভিসিং সেন্টারের কর্মচারী বলেন, ভদ্ররূপী পোশাকে এক ব্যক্তি দোকানের মালিক আমজাদ হোসেনকে জল খাওয়ানোর কথা বলেন।

দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরা যখন বাইক রিপেয়ারিং করার কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময়ই ভদ্র পোশাকে আসা সেই চোর দোকানে প্রবেশ করে জল খাওয়ার সময় ফিল্টারের উপরে রাখা দোকানের এক কর্মচারী এন্ড্রয়েড মোবাইলটি চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর দোকান মালিক আমির হোসেন সহ অন্যান্য কর্মচারীরা মোবাইল খুঁজে না পেয়ে সিসি ক্যামেরা দেখে সেই চোর মোবাইলটি চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সিসিটিভির ফুটেজ সমেত একটি অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন। জানা যায় বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার টাকার জোগাড় করতেই নাকি এই সমস্ত চুরির ঘটনা করছে গোটা বিশালগড়ে।