রাজভবনে জাতীয় ভোটার দিবস উদযাপন, জাতীয় ভোটার দিবসের মূল উদ্দেশ্য হল ভোটারদের গুরুত্ব তুলে ধরা : রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য যুবা ভোটারদের ব্যাপকভাবে ভোটদানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজ রাজভবনে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল এই আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, জাতীয় ভোটার দিবসের মূল উদ্দেশ্য হল ভোটারদের গুরুত্ব তুলে ধরা ও জনসাধারণের মধ্যে নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করা। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে। ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বের সেরা নির্বাচনী ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম।

তিনি বলেন, এবছরের জাতীয় ভোটার দিবস উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দেশের ভোটারের সংখ্যা ১০০ কোটির কাছাকাছি পৌঁছাতে চলেছে। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত সবাইকে জাতীয় ভোটার দিবসের শপথবাক্য পাঠ করান এবং ২৯ জন নতুন ভোটারের হাতে ভোটার আইডি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের অতিরিক্ত সিইও ঊষাজেন মগ। উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার এবং সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস।

Recent Posts