রাজ্যভিত্তিক ১৫তম জাতীয় ভোটার দিবস ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার : মুখ্যসচিব

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৫: ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার৷ সময়ের সাথে সাথে ত্রিপুরায় নির্বাচন উৎসবে পরিণত হয়েছে। রাজ্যে প্রতিটি নির্বাচনেই ভোটরগণ উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রাজ্যভিত্তিক ১৫তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যসচিব জে কে সিনহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যসচিব আরও বলেন, প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। জাতীয় ভোটার দিবস উদযাপনের অন্যতম লক্ষ্য হচ্ছে ভোটারদের ভোটদানে উৎসাহিত করা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে৷ উপস্থিত ছিলেন স্টেট ইলেকশন কমিশনার শরদিন্দু চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাজেন মগ ও পদ্মশ্রী দীপা কর্মকার৷

অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকারকে রাজ্যের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেক্টোরাল আইকন হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ তাছাড়াও সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যের দিব্যাঙ্গজন আইকন প্যারা সুইমার সমীর বর্মণ ও ট্রান্সজেন্ডার আইকন নুপুর চক্রবর্তীকে৷ মুখ্যসচিব জে কে সিনহা তাদের হাতে স্মারক তুলে দেন।

তাছাড়াও অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার যুব আইকন হিসেবে মিস্টার ইন্ডিয়া ট্যুরিজম টাইটেল্ড ওয়ার্লড-২০২২ মিঠুন দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার মহিলা আইকন হিসেবে ফেমিনা মিস ইন্ডিয়া ত্রিপুরা-2022 ঋত্বিকা মজুমদার এবং দিব্যাঙ্গজন আইকন হিসেবে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা সুব্রত গাঙ্গুলীকে সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জাতীয় ভোটার দিবসের শপথবাক্য পাঠ করানো হয়৷

শপথবাক্য পাঠ করেন মুখ্যসচিব জে কে সিনহা৷ অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা ইলেকশন অ্যাওয়ারনেস ক্যালেন্ডার, ২০২৫-এর আবরণ উন্মোচন করেন। তাছাড়াও জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়৷ অনুষ্ঠানে অতিথিগণ নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানে সাধারণ নির্বাচন ২024 এবং ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্বাচন দপ্তর, জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগন সহ বিএলও এবং বিএলও সুপারভাইজারদের সম্মাননা জ্ঞাপন করা হয়৷ মুখ্যসচিব জে কে সিনহা ও অন্যান্য অতিথিগণ তাদের হাতে সংশাপত্র তুলে দেন৷

Recent Posts