পণ্যবাহী অটো ও স্কুটি সংঘর্ষে গুরুতর ভাবে আহত স্কুটি চালক

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৫: পণ্যবাহী অটো ও স্কুটি সংঘর্ষে গুরুতর ভাবে আহত স্কুটি চালক। সাথে সাথেই যতনবাড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি চালককে উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

আহত স্কুটি চালকের গুরুতর অবস্থা দেখে সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করেন। অপরদিকে ঘাতক অটো চালক অটো নিয়ে পালিয়ে যান ঘটনাস্থল থেকে। পরবর্তী সময়ে নতুনবাজার থানার পুলিশ এই ঘাতক অটো চালককে আটক করে নতুনবাজার থানায় নিয়ে আসে।

Recent Posts