অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৫: তুলাশিখর ব্লকের সীতেশ স্মৃতি কমিউনিটি হলে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫টি ভিলেজে বায়োভিলেজ ২.০ প্রকল্পের সূচনা হয়েছে। এই প্রকল্পের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এই প্রকল্পের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, উন্নত গ্রাম গড়ে তুলতে বায়োভিলেজ প্রকল্প সহায়ক ভূমিকা নেবে।
এই প্রকল্পে ভিলেজগুলির উন্নয়নে মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ বিকাশ দপ্তর এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হবে। এই প্রকল্প ভিলেজের পরিবারগুলির আর্থসামাজিক মান উন্নয়নেও সহায়ক ভূমিকা নেবে। এই প্রকল্পের কাজ সফল করে তোলার জন্য তিনি সব অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য, তুলাশিখর ব্লকের যে ৫টি ভিলেজে এই প্রকল্প রূপায়িত হচ্ছে সেগুলি হলো পূর্ব বেহালাবাড়ি, বিদ্যাবিল, পশ্চিম রাজনগর, পশ্চিম চাম্পাছড়া ও পূর্ব তকছায়া। এই প্রকল্পে ভিলেজগুলির ৩১৮টি পরিবার উপকৃত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডিসির খোয়াই সাবজোনালের চেয়ারম্যান বিশু দেববর্মা সরকারের প্রতিটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সমাজের সব অংশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন। স্বাগত বক্তব্যে বায়োটেকনোলজি দপ্তরের অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত বলেন, রাজ্যে মোট ২৬টি বায়োভিলেজ রয়েছে।
এতে পরিবেশকে নির্মল রাখার বিষয়টিতে যেমন বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তেমনি এই ভিলেজে বসবাসকারীরা যাতে নানা প্রকল্পের সুবিধা পেতে পারেন সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলাশিখর বিএসির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা। অনুষ্ঠানে অতিথিগণ বায়োভিলেজের ৫ জন সুবিধাভোগীর হাতে এলইডি বাল্ব, স্ট্রিট লাইট, রিচার্জেবল বাল্ব, ব্যাটারিচালিত স্পে মেশিন ও জৈব তরল সার তুলে দেন।