পুলিশের হাতে আটক পিস্তল সহ বিহারের দুই যুবক

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৫: রাত পোহালেই ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এর মধ্যেই চাঞ্চল্যকর বিষয় সামনে উঠে আসে। ধর্মনগর থানার পুলিশের হাতে আটক পিস্তল সহ বিহারের দুই যুবক। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চেয়ে আদালতে তুলেছে শনিবার।

এ বিষয়ে পুলিশ জানায়, গোপন সূত্রে খবর ছিল রাত দেড়টার নাগাদ ধর্মনগর স্টেশনে একটি ট্রেন দিয়ে দুজন বিহারী যুবক এসেছে। তাদের সাথে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। তারপর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর ধর্মনগর শহরের নর্থ কন্টিনেন্টাল হোটেলের ২৭ নং কক্ষ থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও ম্যাগাজিন। এর সাথে যুক্ত বহিঃ রাজ্য দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতরা নিরাজ কুমার, বয়স ২০ এবং ইন্দাল মুখিয়া, বয়স ৩৫ বছর। তাদের বাড়ি বিহারে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কারণ পুলিশের কাছে এখনো ধোঁয়াশা তারা কি উদ্দেশ্যে পিস্তল ও ম্যাগাজিন নিয়ে রাজ্যে এসেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এই আগ্নেয়াস্ত্র হয়তো কারো কাছে বিক্রি করার জন্য বিহার থেকে দুই যুবক নিয়ে এসেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার পর বিষয়টি সামনে উঠে আসবে।

এই ঘটনায় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পার্ক মুহূর্তে শহর জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ কোন কুমতলব ছাড়া এভাবে রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে না বলেই মনে করছে সচেতন মহল।

Recent Posts