পুড়ে ছাই হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল এলাকা

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৪: দাবানলে প্রতি ঘণ্টায় ২০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

দাবানলের কারণে ৪ হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শনিবার এ কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। খবর বিবিসির। রাজ্যের ফায়ার এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, প্রায় আড়াই হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কিন্তু এখন পর্যন্ত শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনতে পারেনি। ক্যাল ফায়ার বলেছে, অগ্নিনির্বাপকদের চরম অগ্নি পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেনসহ প্রায় ২ হাজার ৫০০ কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটির নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশ’।

খাড়া ভূখণ্ড এবং বাতাসের কারণে আক্রমণাত্মকভাবে দাবানল ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটছে।