ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ হামলা

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৪: ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে। প্যারিসে অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগে এমন হামলা হলো। এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে রেল ব্যবস্থাকে অচল করে দিতে এই অগ্নিসংযোগসহ হামলা চালানো হয় বলে শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে। সংস্থা আরো জানিয়েছে প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগস্থলগুলোকে হামলার নিশানা করেছে।

ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছেন কোম্পানি এসএনসিএফ এর প্রেসিডেন্ট। এসএনসিএফ বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। ইচ্ছাকৃতভাবেই রেললাইনে আগুন দেওয়া হয়। রেললাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

তবে বহু ট্রেনযাত্রাই বাতিল করতে হবে। ফ্রান্সের পরিবহণমন্ত্রী প্যাত্রিশ ভারগারিত সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব যোগাযোগব্যবস্থা চালুর চেষ্টার জন্য ভারগারিত এসএনসিএফকে ধন্যবাদ জানিয়েছেন। এবার অলিম্পিকে ৭ হাজার অ্যাথলেট এবং তিন লাখ দর্শক অংশ নিচ্ছে।