অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৪: আগামী ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট, দেউলিয়া ঘোষণা, দেশব্যাপী গণবিক্ষোভ এবং পরবর্তীতে সরকার পতনের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন।
শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ আগস্ট। উল্লেখ করা যায়, অর্থনৈতিক সংকট ও জনগণের তীব্র আন্দোলনের মুখে ২০২২ সালে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
এর পর প্রধানমন্ত্রীরে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। দেশটিকে দেউলিয়া অবস্থা থেকে বের করে আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।