বলিউড অভিনেতা অর্জুন রামপালের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে

অনলাইন ডেস্ক, ১১ অগাস্ট, ২০২৪: বর্তমানে থাইল্যান্ডে শুটিং করছেন অর্জুন রামপাল। শুটিংয়ে ব্যস্ত সময়েই ঘটলো এক কাণ্ড। অর্জুন রামপালের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অ্যাকাউন্ট থেকে হওয়া কোনও মেসেজ বা টুইটের উত্তর না দিতে ভক্তদের অনুরোধ করেছেন অভিনেতা।

অর্জুন রামপাল এ প্রসঙ্গে লিখেছেন, খুব খারাপ খবর। আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দয়া করে কোনও টুইট বা মেসেজের উত্তর দেবেন না। বর্তমানে তিনি সঞ্জয় দত্ত এবং রণবীর সিংয়ের সঙ্গে তার আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত।
বলিউড অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই তথ্য শেয়ার করেছেন।