অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: বিদ্যা বালান নিঃসন্দেহে এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম। তিনি অনেক সফল চলচ্চিত্রের অংশ হয়েছেন এবং একাধিক পুরস্কারও জিতেছেন।
ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অভিনেত্রী হিসেবে তার অর্জন বলতে গেলে দীর্ঘ সংগ্রামের ফসল।
স্বাস্থ্য ভালো হওয়ায় শরীর নিয়ে তাকে অনেক কথাই তাকে শুনতে হয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে গিয়ে ফের এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। বিদ্যা বালান বলেন, শরীর নিয়ে সবসময়ই আমার সমস্যা ছিল। মোটা মেয়ে হিসেবে আমি বেড়ে উঠেছি।
কিন্তু ডার্টি পিকচার আমাকে উপলদ্ধি করিয়েছে যে, নিজেকে অনুভব করার জন্য শরীরের আকৃতির কোনো সম্পর্ক নেই। আমি মনে করি, এটি আমাকে মুক্তি দিয়েছে। এটি কেবল আমার ভাবমূর্তি বদলে দেয়নি, বরং আমাকে উপলদ্ধি করিয়েছে যে, এই শরীর আমাকে বাঁচিয়ে রেখেছে এবং এর প্রশংসা করা উচিত।
অসুস্থতার কারণে বিদ্যা বালানের ওজন বেড়ে যায়, এ কথাও জানিয়েছেন। তারপরও মানুষের কটাক্ষ পিছু ছাড়েনি বিদ্যার। সম্প্রতি ওজন ঝরিয়ে বেশ ফিট হয়েছেন অভিনেত্রী। ২০০৩ সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান।