আইনি জটিলতায় পড়েছেন একতা কাপুর ও তার মা শোভা কাপুর

অনলাইন ডেস্ক,২০ অক্টোবর, ২০২৪: আইনি জটিলতায় পড়েছেন প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুর। POCSO আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

গন্দি বাতওয়েব সিরিজ-এর একটি পর্বে নাবালিকাদের নিয়ে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে ওয়েব সিরিজ ‘গন্দি বাতের সিজন ৬-এর সঙ্গে জড়িত। মুম্বাই পুলিশ জানিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে স্ট্রিম হওয়া এই সিরিজে নাবালিকাদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল।

তবে এই বিতর্কিত এপিসোডটি আপাতত এই অ্যাপে স্ট্রিমিং হচ্ছে না। এদিকে গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একতার ড্রামা ছবি ‘লাভ, সেক্স অর ধোকা ২’। ‘এলএসডি ২’ ছবিটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।