অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৪: জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে একজন বন্দুকধারী নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছে। জর্ডানের ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে রাজধানী আম্মানের অভিজাত এলাকা রাবিয়াহে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে টহলরত পুলিশ দলের ওপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালায়।
এ সময় পুলিশের তরফ থেকে পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্বয়ংক্রিয় ওই বন্দুকধারীকে অন্তত এক ঘণ্টা ধাওয়া করা হয় এবং ভোরে নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলির শব্দ শুনতে পেয়ে জর্ডানের পুলিশ ইসরায়েলি দূতাবাসের কাছের পূরো এলাকাটি ঘিরে রেখেছে।জর্ডানে ইসরায়েলবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রাবিয়াহ এলাকা।
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে এ অঞ্চলে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ–সমাবেশ হয়েছে। তবে সেগুলো ছিল শান্তিপূর্ণ। জর্ডানের ১ কোটি ২০ লাখ নাগরিকের বেশিরভাগই ফিলিস্তিনি বংশোদ্ভূত। মূলত, ১৯৪৮ সালে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে চলে আসেন।
জর্ডানের 12 মিলিয়ন নাগরিকদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত, তারা বা তাদের পিতামাতা 1948 সালে ইসরায়েল সৃষ্টির সাথে যুদ্ধে জর্ডানে পালিয়ে গিয়েছিল। অনেকেরই জর্ডান নদীর ইসরায়েলি পাড়ে পারিবারিক সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকের মধ্যে অজনপ্রিয় যারা সম্পর্কের স্বাভাবিককরণকে তাদের ফিলিস্তিনি স্বদেশীদের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে।