২৪ ফেব্রুয়ারি থেকে রাজ্যে বি এন মল্লিক ফুটবল চ্যাম্পিয়নশিপ

অনলাইন ডেস্ক,২০ ফেব্রুয়ারী, ২০২৫: ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আগামী ২৪ ফেব্রুয়ারি উমাকান্ত মিনি স্টেডিয়ামে কিক-অফের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা করবেন।

জিরানীয়া, মোহনপুর, জম্পুইজলা এবং উদয়পুর সহ পাঁচটি স্থানে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীর পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে ৪০টিরও বেশি দল এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

এই প্রতিযোগিতা পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই বহির্রাজ্যের দলগুলি ত্রিপুরায় পৌঁছাতে শুরু করেছে। এসপি (এসবি) কার্যালয় থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র